Posts

পদ বঞ্চিতদের কঠোর অবস্থানে নবনির্বাচিতরা আত্মগোপনে|| অর্থের বিনিময়ে মঠবাড়িয়া ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ

Image
 মঠবাড়িয়া ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়ম চরম উত্তেজনা। গত ২২-২-২৩ইং তারিখ পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত মঠবাড়িয়া উপজেলা এবং পৌরসভা ছাত্রলীগের দুইটি আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা কমিটির সত্যতা স্বীকার করেন, এই ঘটনায় মঠবাড়িয়া রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে,যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্য করে মোটা অংকের অর্থের বিনিময়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়া এসে মঠবাড়িয়ার উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করেন, কমিটি ঘোষণার পরপরই ত্যাগী ও তৃণমূলের ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে নেমে এই কমিটির প্রতিবাদ জানায় তারা অভিযোগ করে বলেন যাদেরকে নেতৃত্বে নির্বাচন করা হয়েছে তারা অছাত্র ,মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি, এছাড়াও কমিটিতে পদধারী বেশিরভাগই তৃণমূলের নেতাকর্মীদের অপরিচিত মুখ,  এসব অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা আত্মগোপনে

কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি স্বাগত জানিয়ে মঠবাড়িয়ায় আনন্দ মিছিল

Image
 আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নবঘোষিত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও পথসভা করেছে মঠবাড়িয়া  উপজেলা ছাত্রলীগ। মিছিল শেষে একে অপরকে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর রাত সাড়ে ৬ঃ৩০টার দিকে মঠবাড়িয়া শহরে মিছিল বের করে উপজেলা ছাত্রলীগ। মিছিলটি পৌরসভা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার,পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  সোহেল শেখ এবং বেল্লাল,অলি, সোহেল প্রমুখ।  মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি শহরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সভা করে। এ সময় নতুন নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘোষণা করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল

Image
 মঠবাড়িয়া প্রতিনিধিঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার সরকারি কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার(২৮ সেপ্টেম্বর)  উপজেলা পৌরসভা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলন, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ অলি, মেহেদী হাসান বেল্লাল প্রমুখ।  উল্লেখ্য, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায় দাদা-দাদির কোলে-পিঠে মধুমতি নদীর তীরে। পাঁচ ভাই-বোনের অপর চারজন হলেন- শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেল। এর মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বাবা-মাসহ সবাই ঘাতকের হাতে নিহত হন। শেখ হাস