পদ বঞ্চিতদের কঠোর অবস্থানে নবনির্বাচিতরা আত্মগোপনে|| অর্থের বিনিময়ে মঠবাড়িয়া ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ

 মঠবাড়িয়া ছাত্রলীগের কমিটি গঠনে অনিয়ম চরম উত্তেজনা।




গত ২২-২-২৩ইং তারিখ পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত মঠবাড়িয়া উপজেলা এবং পৌরসভা ছাত্রলীগের দুইটি আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা কমিটির সত্যতা স্বীকার করেন, এই ঘটনায় মঠবাড়িয়া রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে,যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্য করে মোটা অংকের অর্থের বিনিময়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়া এসে মঠবাড়িয়ার উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করেন, কমিটি ঘোষণার পরপরই ত্যাগী ও তৃণমূলের ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে নেমে এই কমিটির প্রতিবাদ জানায় তারা অভিযোগ করে বলেন যাদেরকে নেতৃত্বে নির্বাচন করা হয়েছে তারা অছাত্র ,মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি, এছাড়াও কমিটিতে পদধারী বেশিরভাগই তৃণমূলের নেতাকর্মীদের অপরিচিত মুখ, 

এসব অভিযোগের বিষয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতিবাদের কারণে কমিটি ঘোষণার পর থেকেই নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছে।

Comments

Popular posts from this blog

কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি স্বাগত জানিয়ে মঠবাড়িয়ায় আনন্দ মিছিল

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে মঠবাড়িয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল